ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৩ বছরের কিশোরী স্বর্ণা দাশ নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে নির্মম ওই হত্যাকাণ্ডে ঢাকার পক্ষ থেকে উদ্বেগ ও নিন্দা জানিয়ে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা ও দায়ীদের বিচারের দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবারঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদ লিপিতে বাংলাদেশ এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে।
গত ১ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হয় মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্বর্ণা দাশ। তবে ঘটনা জানাজানি হয় পরদিন ২ সেপ্টেম্বর।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড জয়েন্ট ইন্দো-বাংলাদেশ গাইডলাইনস ফর বর্ডার অথরিটিস ১৯৭৫-এর বিধানের লঙ্ঘন।
বাংলাদেশ সরকার এ ধরনের জঘন্য ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করে সীমান্ত হত্যাকাণ্ড তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
http://dlvr.it/TCsHFg
0 Comments