Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বেক্সিমকো গ্রুপের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ প্রশ্নে রুল

বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগ প্রশ্নে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট পিটিশনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রুল জারি করে আদেশ দিয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব।
রেদওয়ান আহমেদ রানজীব বাসসকে জানান, বিষয়টি নিয়ে আদালত রুল জারি করেছে। রুলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ বেক্সিমকোর সব প্রতিষ্ঠানের তথ্য সরবরাহ এবং কী পরিমাণ ঋণ অপরিশোধিত আছে, তার তথ্য দিতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেয়া হবে না, বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভাল করার জন্য রিসিভার নিয়োগে কেন নির্দেশ দেয়া হবে না এবং এই গ্রুপের বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।


http://dlvr.it/TCsByx

Post a Comment

0 Comments