Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধের ঘটনা নেই: নাহিদ 

পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধের কোনো ঘটনা নেই বলে শনিবার দাবি করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, দেশ একটা সংকটকালের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। মানুষ সতর্ক রয়েছে। তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।
ফেনীর ছাগলনাইয়ার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধারমানিক ও ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুরে সকালে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর, রাস্তাঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকারিভাবে পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধের অভিযোগের বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে কোনো ইন্টারনেট বন্ধ করা হয়নি। বন্ধ করার প্রশ্নই ওঠে না।
বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় সমস্যা হয়েছে। সেটিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের সমস্যা অভ্যন্তরীণ সমস্যা। এটি অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন, সরকার পুনর্বাসন কার্যক্রম দ্রুত শেষ করতে চায়। ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এই দুটি বিষয়কে প্রাথমিকভাবে গুরুত্ব দেয়া হচ্ছে।
বন্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রকল্প নেয়া হবে বলে জানান তিনি।
ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ত্রাণ কার্যক্রম সন্তোষজনকভাবে হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। আশা করছি সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না।
সাম্প্রতিক বন্যা নিয়ে তিনি আরও বলেন, এটি ভারতের উজানের পানিতে সৃষ্টি হয়েছে। আমরা আগেও বলেছি ভারত যা করেছে, তা ঠিক হয়নি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর জিয়ারত করেন।


http://dlvr.it/TDVzRB

Post a Comment

0 Comments