Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণে ১২ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১২ শ্রমিক। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শীতলপুর তেঁতুলতলা এলাকায় এস এন করপোরেশন নামের ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বিস্ফোরণে আহতরা হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দগ্ধ ১২ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যালে পাঠান।
যেকোনো ইয়ার্ডে জাহাজ কাটার জন্য গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন বিপজ্জনক উপাদান থাকে। এস এন করপোরেশনের ইয়ার্ডে বিস্ফোরণ কীভাবে হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. রফিক উদ্দিন বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার শ্বাসনালি পুড়ে গেছে।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের সবার শরীরের ২৫ থেকে ৯০ ভাগ পুড়ে গেছে। তাদের মধ্যে মো. জাহাঙ্গীরের শরীরের ৭০ ভাগ, আহমদ উল্লাহর ৯০ ভাগ, কাশেমের ৩৫ ভাগ, সাগরের ২৫ ভাগ, আল আমিনের ৮০, মইনুলের ৮০ ভাগ, হাবিবের ৪০ ভাগ, বরকতের ৫০ ভাগ, আনোয়ারের ২৫ ভাগ ও রফিকের ১০ ভাগ পুড়ে যায়। এ ছাড়া রফিকুল ও সাইফুল সামান্য দগ্ধ হয়েছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাদের কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


http://dlvr.it/TCxZ3W

Post a Comment

0 Comments