আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমণ্ডি এলাকায় কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় তাকে এই রিমান্ডে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।
শুক্রবার শাজাহান খানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
আদালতে শাজাহান খানের পক্ষের আইনজীবী প্রাণনাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার মধ্য রাতে ধানমণ্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ৪ আগস্ট ধানমণ্ডি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয় ১৪ বছর বয়সী আব্দুল মোতালিব। আন্দোলনে থাকা অবস্থায় বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় এই কিশোর। এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমণ্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা ও শাজাহান খানসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
বাদী মামলার অভিযোগে উল্লেখ করেন, শেখ হাসিনাসহ অপরাপর আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমনের জন্য পুলিশ, র্যাব ও ১৪ দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন। ফলশ্রুতিতে পুলিশ ও আইন-শৃঙ্খলায় নিয়োজিত অন্যান্য বাহিনীসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে ঢাকাসহ সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ও শারীরিক নির্যাতন চালায়। এতে শত শত ছাত্র-জনতা মারা যায়। অনেক লোক আহত ও পঙ্গুত্ব বরণ করেন। বাদীর ছেলে আব্দুল মোতালিব বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুক্ত হন।
অভিযোগে বলা হয়, ৪ আগস্ট ধানমণ্ডি থানাধীন জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর বাদীর ছেলে অন্যান্য ছাত্র ও সাধারণ জনতার সঙ্গে অবস্থানকালে আসামিদের পরিকল্পনা ও হুকুমে হত্যার উদ্দেশ্যে ছাত্র-জনতার ওপর পুলিশ, র্যাব, আওয়ামী লীগ ও ১৪ দলীয় নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং হাতবোমা, পেট্রোল বোমা, রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থলে অনেক নিরস্ত্র ছাত্র-জনতা আহত ও নিহত হয়। এর মধ্যে ভিকটিম আব্দুল মোতালিব বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
http://dlvr.it/TCvp1g
0 Comments