Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সুলতান মোহাম্মদ মনসুর ৫ দিনের রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও ঢাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালত এই আদেশ দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস আদালতে সুলতান মোহাম্মদ মনসুরকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে এদিন তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
মনসুর নিজেই আদালতকে বলেন, ২০১৮ সালে কোটা সংস্কারের পক্ষে আমি সংসদে বক্তব্য রেখেছিলাম। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না বলেই স্বেচ্ছায় দেশে ফিরে এসেছি।
নানি শেষে আদালত তাকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফিরেই আটক হন সুলতান মোহাম্মদ মনসুর। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়।
পারিবারিক সূত্র জানায়, সুলতান মোহাস্মদ মনসুর অনেকদিন ধরেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলনের অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা নেই।


http://dlvr.it/TDrFFQ

Post a Comment

0 Comments