সিরাজগঞ্জের-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের সোনাপুর এলাকায় স্থানীয় দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৯।
ওই বাসায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই আত্মগোপনে চলে যান হেনরি ও তার স্বামী লাবু তালুকদার। অবশেষে সোমবার মৌলভীবাজারের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে স্বামীসহ হেনরিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মো. নুরনবী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।
এর আগে যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার অভিযান চলাকালে সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় দুটি শটগান উদ্ধার হয়। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় যে ওই অস্ত্র সাবেক এমপি হেনরি ও তার স্বামী সাবেক উপজেলা চেয়ারম্যান লাবু তালুকদারের।
http://dlvr.it/TDrLGS
0 Comments