Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মূল্যস্ফীতি আগস্টে কমে এসেছে: বিবিএস

চলতি বছরের জুলাই মাসের তুলনায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ১৭ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এমন তথ্য জানিয়ে বলা হয়েছে, জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ, যা আগস্টে কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশ।
এছাড়া আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি নেমে এসেছে ১১ দশমিক ৩৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জুলাইয়ে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ, যা আগস্টে সামান্য বেড়ে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।
এর আগে গত জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের মাসে মূল্যস্ফীতি দুই অঙ্ক অতিক্রম করে। ওই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৬৬ শতাংশ। তার আগের মাস জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।
অন্যদিকে জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১৪ শতাংশে, যা গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সবশেষ ২০১১ সালের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ৩৬ শতাংশ। এরপর থেকে খাদ্য মূল্যস্ফীতি কখনোই ১৪ শতাংশের উপরে ওঠেনি।


http://dlvr.it/TCzF09

Post a Comment

0 Comments