Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অজি বধ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস আফগানদের

র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় দুই দলের যোজন যোজন পার্থক্য থাকলেও মাঠের লড়াইয়ে হারল অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ঐতিহাসিক জয় তুলে নিল আফগানিস্তান।
ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনসের কিংসটাউনে স্থানীয় সময় রোববার এ ম্যাচে টস জিতে শুরুতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।
আগে ব্যাট করতে নেমে দারুণ দৃঢ়তার সঙ্গে উইকেটে টিকে থাকেন আফগান দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুজনের জোড়া অর্ধশতকে লড়াইয়ের রসদ পায় আফগানিস্তান।
প্যাভিলিয়নে ফেরার আগে গুরবাজ ৪৯ বল থেকে ৬০ এবং জাদরান ৪৮ বল থেকে ৫১ রানের মূল্যবান ইনিংস খেলেন, কিন্তু এ দুজনের ব্যাটিংয়ের ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি পরবর্তী ব্যাটাররা।
দলীয় ১১৮ রানে গুরবাজকে হারানোর পর ১২১ রানের মাথায় আজমতুল্লাহ ওমরজাইয়ের উইকেট খোয়ায় আফগানিস্তান। ম্যাচ শেষে নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ এশিয়ার দেশটি।
দুই ওপেনার বাদে বাকি চার ব্যাটারের মধ্যে দুই অঙ্কের কোটা পার হন দুজন। তাদের মধ্যে করিম জানাত ৯ বল খেলে ১৩ এবং মোহাম্মদ নবি ৪ বল থেকে অপরাজিত ১০ রান করেন।
সুপার এইটের গ্রুপ ওয়ানের ম্যাচটিতে ১৪৯ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অজিরা। দলীয় শূন্য রানের মাথায় ট্র্যাভিস হেডকে হারায় দলটি। এরপর ১৬ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন মিচেল মার্শ।
গুরুত্বপূর্ণ দুই ব্যাটারকে হারিয়ে চরম বিপদে পড়া দলকে টেনে তুলতে পারেননি নির্ভর করার মতো ওপেনার ডেভিড ওয়ার্নারও। মোহাম্মদ নবির বলে ক্যাচ আউট হওয়ার আগে ৮ বল থেকে ৩ রান করেন তিনি।
বাকি অজি ব্যাটারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ৪১ বলে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেললেও তার যোগ্য সঙ্গী হতে পারেননি কেউই।
মিচেল মার্শের ৯ বলে ১২ এবং মার্কাস স্টয়নিসের ১৭ বলে ১১ রানের ইনিংস ছাড়া অপর সাত ব্যাটারের কেউই দুই অঙ্কের কোটা পার হতে পারেননি।
দলীয় এ ব্যর্থতায় ২০তম ওভারের দ্বিতীয় বলে ১২৭ রানে থেমে যায় অজিদের রানের চাকা। এর ফলে ২১ রানের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা।


http://dlvr.it/T8f6lx

Post a Comment

0 Comments