Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে আর ৬৩ রান করতে হবে সফরকারী বাংলাদেশের। হাতে রয়েছে আট উইকেট।
জয়ের জন্য পাকিস্তানের ছুড়ে দেয়া ১৮৫ রানের টার্গেটে পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ২ উইকেটে ১২২ রান করেছে বাংলাদেশ।
১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪২ রান করেছিল বাংলাদেশ। দুই ওপেনার জাকির হাসান ৩১ ও সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত ছিলেন।
আজ পঞ্চম দিনের ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। পাকিস্তানের পেসার মির হামজার বলে বোল্ড হন জাকির। ৩৯ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
দলীয় ৫৮ রানে জাকির ফেরার পর হামজার বলে ব্যক্তিগত ১৭ রানে স্লিপে সালমান আঘাকে ক্যাচ দিয়ে বেঁচে যান সাদমান, তবে জীবন পেয়েও বেশি দূর যেতে পারেননি তিনি। আরেক পেসার খুররম শাহজাদের বলে মিড অনে পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকে ক্যাচ দেন দুটি চারে ২৪ রান করা সাদমান।
৭০ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর জুটি গড়ার পরিকল্পনায় সফল হন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক। ৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভালোভাবে প্রথম সেশনের খেলা শেষ করেন তারা। দিনের প্রথম সেশনে ২৭ ওভারে দুই উইকেটে ৮০ রান যোগ করে টাইগাররা।
চার বাউন্ডারিতে শান্ত ৩৩ এবং দুই বাউন্ডারিতে মোমিনুল ২০ রানে অপরাজিত ছিলেন।
পাকিস্তানের হামজা ও শাহজাদ একটি করে উইকেট নেন।


http://dlvr.it/TClF56

Post a Comment

0 Comments